
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আবু হায়াত বিশ্বাস, দিল্লি: লোকসভা ভোটে বিপুল ভোটে জয়ী হয়েছেন রাহুল গান্ধী। রায়বরেলি কেন্দ্রে জয়ী হওয়ার পর প্রথমবার ‘জন আভার সভা’ করলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার বিকেলে রায়বরেলিতে ওই সভা থেকে বিজেপিকে নিশানা করেন কংগ্রেস নেতা। তাঁকে বিরাট জয় উপহার দেওয়ার জন্য রায়বরেলির জনগণকে ধন্যবাদ জানান রাহুল। বলেছেন, উত্তরপ্রদেশের মানুষ ঘৃণা ও হিংসার বিরুদ্ধে ভোট দিয়েছে। বিজেপি হেরেছে অযোধ্যা লোকসভা আসনে। কেবল অযোধ্যা নয়, বারাণসীতে কোনওক্রমে জিতেছেন প্রধানমন্ত্রী। রাহুল দাবি করেছেন, বারণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তাঁর বোন প্রিয়াঙ্কা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে প্রধানমন্ত্রী ২ থেকে ৩ লক্ষ ভোটে হেরে যেতেন। উত্তরপ্রদেশে কংগ্রেস ও সমাজবাদী পার্টির ভালো ফলের জন্য অখিলেশ যাদবকে ধন্যবাদ জানান রাহুল। বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ফল পেয়েছেন বলে দাবি করেছেন কংগ্রেস নেতা। বোন প্রিয়াঙ্কাকেও ধন্যবাদ জানিয়েছেন। রাহুলের ভাষণের শেষে বোনকে পাশে নিয়ে রায়বরেলিবাসীর উদ্দেশে বলেন,‘এক অউর আইডিয়া হ্যায় হামারে পাস, ওহ্ বাদ মে বাতাউঙ্গা।’ রাহুলের ওই বক্তব্যের পরেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য শুরু হয়েছে, তাহলে কী আগামী দিনে প্রিয়াঙ্কাকে উত্তর প্রদেশে বড় কোনও দায়িত্ব দিতে চলেছে কংগ্রেস?
দেশের সংবিধান, গণতন্ত্রকে বাঁচাতে লড়াই চালিয়ে যাবেন বলে রাহুল জানান। এদিন মোদি-অমিত শাহকে নিশানা করে বলেছে, মোদি-শাহ দেশের সংবিধানকে শেষ করে দিতে চায়। জনগণের উদ্দেশে রাহুল বলেন, ‘আপনারা নিশ্চয় ছবি দেখেছেন নরেন্দ্র মোদির সংবিধানের উপর মাথা ছোঁয়ানোর। দেশের জনগণই এটা করিয়েছি। দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে জনগণের বার্তা স্পষ্ট, সংবিধানকে নিয়ে খেলা কোনওভাবে তারা বরদাস্ত করবেননা।’ অন্যদিকে, এনডিএ সরকারের মন্ত্রিসভায় পরিবারতন্ত্রের ছড়াছড়ি। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন রাহুল। এক্স হ্যান্ডলে বিজেপি ও শরিকদলের মন্ত্রীদের ছবি দিয়ে পোস্ট করেছেন কংগ্রেস নেতা। লিখেছেন,‘এনডিএ মন্ত্রিমন্ডল নয়, এনডিএ কা পরিবার মন্ডল।’ রাহুল লিখেছেন,যারা সংগ্রাম, সেবা ও ত্যাগের ঐতিহ্যকে পরিবারতন্ত্র বলে অভিহিত করেন, তারাই তাদের ‘সরকারি পরিবারে’ ক্ষমতার ভাগাভাগি করছেন। কথা ও কাজের এই পার্থক্যকে নরেন্দ্র মোদি বলে! এদিকে, কংগ্রেস মুখপাত্র রাগিনী নায়েক গুরুতর অভিযোগ করেছেন সাংবাদিক ও সঞ্চালক রজত শর্মার বিরুদ্ধে। গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিন ‘অন এয়ার’ বিতর্কে রাগিনী সম্পর্কে ‘কুরুচিকর’ ভাষা ব্যবহার করেন। বিষয়টি নিয়ে সরব হয়েছেন কংগ্রেস মুখপাত্র। সাংবাদিক বৈঠকে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। এদিনই তুঘলক রোড থানায় ফৌজদারি ধারায় মামলা রুজু করেছেন রজতের বিরুদ্ধে।
পাঞ্জাবের গুরুদাসপুরে গ্রেপ্তার পাক নাগরিক, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টায় ইসলামাবাদ?
যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি! বুধে রাজ্যে রাজ্যে সিকিউরিটি ড্রিলের নির্দেশ কেন্দ্রের, বাজানো হবে সাইরেন
পাক হ্যাকারদের নিশানায় সামরিক বিভাগ! তথ্য চুরির চেষ্টা, অফলাইন করা হল ওয়েবসাইট: রিপোর্ট
আর কয়েকঘণ্টায় রাজ্যে রাজ্যে তুমুল ঝড়-বৃষ্টি, আগামী কয়েকদিনেও মুহুর্মুহু বজ্রপাত! আবহাওয়ার বড় আপডেট জানুন এখনই
মালিকের গোপনাঙ্গে পোষ্য কুকুরের আক্রমণ, প্রবল রক্তক্ষণে প্রাণ গেল যুবকের, হায়দ্রাবাদে হৃদয়বিদারক কাণ্ড
“ভূতের নাচে দেবতা হয়ে ওঠা”—দক্ষিণ ভারতের প্রাচীন ভূতা কোলার গল্প
“আমার দায়িত্ব”—১৯৮৪ শিখবিরোধী দাঙ্গা নিয়ে কংগ্রেসের ভুল স্বীকার করলেন রাহুল গান্ধী
'যোগ্য জবাব', শত্রুদের বড় হুঙ্কার দিয়ে দেশবাসীর চাহিদাপূরণের অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের
পাকিস্তানকে কোণঠাসা করতে নয়া চাল, পাকিস্তানের প্যানেলিস্টদের আমন্ত্রণ জানানো নিয়ে বিরাট ঘোষণা
ভয়ঙ্কর, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালের করিডর! চাপা পড়ে নিহত তিন রোগী
গঙ্গা-যমুনা-সিন্ধু নয়, জানেন ভারতের প্রাচীনতম নদী কোনটি? এখনও বয়ে চলেছে
রাজস্থানে আটক পাক সেনা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারত-সীমান্তে
নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির সংঘর্ষ, সজোরে ধাক্কা বাইকেরও, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ জনের
'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ
পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান